নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ডঃ মুর্শিদাবাদ জেলার অন্তর্ভুক্ত সামসেরগঞ্জ থানার ভাসাইপাইকড় হাই স্কুলের শিক্ষক খোকন সেখ নামে এক শিক্ষক রক্ত দিয়ে অপারেশন হলেন এক ৬৯ বছরের অসুস্থ বৃদ্ধ । ওই বৃদ্ধ মোটর বাইক থেকে পড়ে ব্যাপক ভাবে আহত হয় । পরবর্তীতে তার কোমরে অস্ত্রোপচার করাতে হয় সেই বৃদ্ধ টিকে এক ইউনিট রক্ত দিয়ে সাহায্য করলেন ওই শিক্ষক। রাম্পুরহাট হর মেডিমার্ট নার্সিং হোমে রোগকে ভর্তি ছিলেন। এখন সুস্থ আছেন মোটর বাইক থেকে পরে যাওয়া ওই যুবক। খোকন সেখ নামে ওই শিক্ষক শিক্ষিত মহলে এক নজির গড়লেন।