Saradha Scam: সারদাকাণ্ডে মদন মিত্রকে নোটিস ইডি-র

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা; টি নিউজ ওয়ার্ল্ডঃ  সারদাকাণ্ডে মদন মিত্রকে নোটিস (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ইডি-র। ১৮ মার্চ সিজিও কমপ্লেক্সে তলব ইডির। এবারের রাজ্য বিধানসভা আসনে কামারহাটি আসনে তৃণমূল প্রার্থী মদন মিত্র।
সারদা মামলায় আজ সমীর চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ ইডির। তাঁকে এই মামলায় তলব করা হয়েছিল। আজ তিনি সল্টলেকে ইডি দফতরে উপস্থিত হন। ইডি সূত্রে খবর, সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছিল সমীর চক্রবর্তীর।  তৃণমূল নেতাকে কিছু নথি-সহ  ডেকে পাঠায় ইডি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here