হামলা না দুর্ঘটনা? স্পষ্ট না করে কমিশনকে ফুটেজ পাঠালেন মুখ্যসচিব

0
Spread the love

নিজস্ব প্রতিবেদক, টি নিউজ ওয়ার্ল্ড:-হামলা না দুর্ঘটনা? স্পষ্ট হল না এবারও। নন্দীগ্রাম কাণ্ডে ভিডিও ফুটেজ-সহ কমিশনকে দ্বিতীয় রিপোর্ট পাঠালেন রাজ্যের মুখ্যসচিব। রিপোর্টে বলা হয়েছে, ঘটনার দিন উপচে পড়া ভিড়ের মাঝখান দিয়ে যাচ্ছিল মুখ্যমন্ত্রীর কনভয়। প্রবল ধাক্কাধাক্কি হচ্ছিল। সেকারণে ভিডিও ফুটেজে দেখেও বোঝা যাচ্ছে না, কেউ বা কারা গাড়ির দরজার ধাক্কা মেরেছিল কিনা। সূত্রের খবর তেমনই।

নন্দীগ্রামে ঠিক কীভাবে আহত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়? দলনেত্রীর উপর হামলার অভিযোগে নির্বাচন কমিশনকেই কার্যত কাঠগড়ায় তুলেছে তৃণমূল। শাসকদলকে কড়া চিঠি দিয়ে মুখ্যসচিবের কাছে পাল্টা রিপোর্ট তলব করে কমিশন। কমিশনকে পাঠানো মুখ্যসচিবের প্রথম রিপোর্টে বলা হয়েছিল, যে দরজা বন্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পায়ে চোট লেগেছে। বাইরে প্রচণ্ড ভিড় ছিল। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী গাড়ির দরজায় কীভাবে ধাক্কা লাগল? দরজা বন্ধ হওয়ার সঠিক কারণইবা কী? রিপোর্টে তার স্পষ্ট করে উল্লেখ ছিল না। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল, সেটাও জানতে চেয়েছিল কমিশন। সেকারণেই মুখ্যসচিবের কাছে দ্বিতীয় রিপোর্ট তলব করা হয়। এদিন সেই রিপোর্ট জমা পড়ল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here