মিশরে গবেষণায় গিয়ে রহস্যজনক মৃত্যু মালদার এক এরাবিক ছাত্রের!

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা টিনিউজ ওয়ার্ল্ড –  মিশরে গবেষণায় গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হল এক ছাত্রের। মৃত ছাত্রের বাড়ি মালদহ জেলার ইংরেজবাজার থানার মাদিয়া এলাকায়। সে মিশরে আরবিক ভাষা নিয়ে গবেষণা করতে গিয়েছিল। সুদূর পিরামিডের দেশে ছেলের মৃত্যুর ঘটনায় অথৈ জলে পড়েছে মৃতের পরিবার। গোটা ঘটনার তদন্ত চেয়ে ইংরেজবাজার থানার দ্বারস্থ হয়েছে মৃত ছাত্রের পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম মোশারফ হোসেন। তাঁর পরিবারের সদস্যরা জানান চার বছর আগে আরবিক নিয়ে গবেষণা করতে মিশরে যায় ওই ছাত্র। রবিবার সকালে মিশর থেকে ফোন মারফত খবর আসে ওই ছাত্রের মৃত্যু হয়েছে। এরপরই মৃত ছাত্রের পরিবার দ্বারস্থ হয় ইংরেজবাজার থানা পুলিশের।

মৃত ছাত্রের ভাগ্নে মোহাম্মদ আজিজ আকীল আনসারি বলেন, মৃত্যুর কারণ এখনও তাদের জানা নেই। আরাবিক নিয়ে গবেষণা করতে মিশর গিয়েছিলেন সে। গত রবিবার ফোন মারফত তাঁরা জানতে পারেন তাঁর মামার মৃত্যুর খবর। এরপরই ইংরেজবাজার থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা। তাঁদের দাবি গোটা বিষয়টি খতিয়ে দেখে এই ঘটনার সঠিক তদন্ত হোক। এদিনের এই ঘটনা ঘিরে শোকের ছায়া এলাকা জুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here