দক্ষিণ দিনাজপুরে মৎস্য চাষ যেমন বিখ্যাত ঠিক তেমনি আলু চাষেও পিছিয়ে নেই দক্ষিণ দিনাজপুর ।

0
Spread the love

নিজস্ব প্রতিবেদন ; টি নিউজ ওয়ার্ল্ড:-গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে হিমঘর প্রায় এক থেকে দেড় কিলোমিটার রাস্তার একপ্রান্তে দুইশো থেকে আড়াশো টি আলুর গাড়ি দাঁড়িয়ে আছে। আলু চাষীরা আলু হিমঘরে রাখার জন্য দুই দিন ধরে রাস্তায় পড়ে আছে। রাস্তায় তাঁদের খাওয়া দাওয়া রাস্তায় শুয়া, তাঁদের শুধু একদিনেই ২৫০-টি গাড়ি নয় বরণ প্রতিদিন প্রায় ২০০ থেকে আড়াইশো টি গাড়ি লাইনে দাঁড়িয়ে থাকে। আলুচাষিদের সূত্রে জানা গেছে  এই অবস্থা প্রায় ১৪ দিন ধরে তাহলে কত আলু হিমঘরে রয়েছে তা হিসাবের বাইরে । কেউ আলু নিয়ে এসেছে ট্রাকে করে কেউ আবার ভোটভটি করে বিভিন্ন রকম গাড়িতে বিভিন্ন রকম আলু যেমন কাবিরি আলু, নুনিতেল, লাল আলু ইত্যাদি।

কৃষকদের দাবি তাঁরা যেন নিয্যমূল দাম পায় তাই তাঁরা আলু বিক্রি না করে হিমঘরে সঞ্চয় করে রাখছে.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here