মাদ্রাসা বোর্ডে রাজ্যে প্রথম স্থান অধিকার করলো জঙ্গীপুরের ছোটকালিয়া এলাকার রাজমিস্ত্রির মেয়ে নসিফা খাতুন। তার প্রাপ্ত নম্বর ৭৭১।
এই উত্তীর্ণের জন্য এলাকাবাসী খুবই আনন্দিত।
তার পিতা প্রচুর কষ্ট করে রাজমিস্ত্রীর কাজ করে তার এই নম্বর পাওয়ায় প্রচুর আনন্দিত এবং প্রফুল্লিত হয়েছেন।
সকলের পক্ষ থেকে তার জন্য শুভকামনা রইল।
পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন অবশ্যই নসিফা খাতুনের ডাক্তারী লাইনে সরকারী খরচে পড়ানোর ব্যবস্থা করে দেওয়া।