নিজস্ব সংবাদদাতা, টি নিউজ ওয়ার্ল্ড:- থাকেন কুঁড়েঘরে, পরিচারিকা কলিতা মাঝি এবার BJP প্রার্থী। একুশের ভোটের লড়াইয়ে এবার BJP-র প্রার্থী তালিকায় একঝাঁক তারকা ঠাঁই পেয়েছেন। আবার, তৃণমূলত্যাগী নেতারাও পদ্মপ্রতীকে লড়ছেন। কিন্তু, তারকা প্রার্থীদের থেকেও BJP-র প্রার্থী তালিকায় বড় চমক কলিতা মাঝি (Kalita Majhi)। বর্ধমানের বাসিন্দা কলিতা একজন পরিচারিকা। তাঁকেই এবার আউশগ্রাম থেকে প্রার্থী করেছে পদ্মশিবির। টিকিট না মেলা নিয়ে যখন দলের অন্দরে ক্ষোভের পারদ চড়ছে, ঠিক সেই আবহে কলিতার দৃষ্টান্ত সামনে রেখে পদ্মশিবিরের নেতারা বলছেন, ‘BJP কঠোর পরিশ্রম ও প্রতিভাকে স্বীকৃতি দেয়।’
বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করেন কলিতা। একুশের বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য পরিচারিকার কাজ থেকে এক মাসের ছুটি নিয়েছেন তিনি। অবশ্য পরিচারিকার কাজের পাশাপাশি ৩২ বছর বয়সী ওই মহিলা পাঁচ বছর ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। ২০১৮ সালে পঞ্চায়েত ভোটেও লড়েছিলেন তিনি। কলিতার স্বামী পেশায় কলের মিস্ত্রি। তাঁদের মাথা গোঁজার ঠাঁই বলছে একটা কুঁড়েঘর। তাঁদের একমাত্র সন্তান সরকারি স্কুলে অষ্টম শ্রেণির ছাত্র।
কলিতা প্রসঙ্গে BJP নেতা বি এল সন্তোষ বলেন, ‘আউশগ্রাম থেকে এবার BJP প্রার্থী কলিতা মাঝি। তিনি পরিচারিকার কাজ করেন। তাঁর স্বামী কলের মিস্ত্রি। তিনি সক্রিয় কর্মী। পঞ্চায়েত ভোটে লড়েছিলেন। BJP বরাবর প্রতিভা ও কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেয়। তাঁকে শুভেচ্ছা।’
উল্লেখ্য, ভোটের টিকিট না মেলা নিয়ে গত কয়েকদিন ধরে BJP-তে অসন্তোষ চলছে। কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন BJP কর্মীরা। আবার কখনও হেস্টিংসে পদ্মশিবিরের কার্যালয়ের সামনে বিক্ষোভের ছবি সামনে আসছে। এমনকী, BJP-র তারকা ব্রিগেডের অন্দরেও ক্ষোভ তৈরি হয়েছে এ নিয়ে। এমন আবহে আউশগ্রামের প্রার্থী নির্বাচনে কলিতাকে বাছাই করে পদ্মশিবির চমক দিয়েছে বলেই মনে করছে পর্যবেক্ষক মহলের।