হরিরামপুরে গমের জমিতে আগুন! ক্ষতিগ্রস্থ চাষি

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা টি নিউজ হরিরামপুর:- হরিরামপুরে গমের জমিতে আগুন! ক্ষতিগ্রস্থ চাষি বিদ্যুতের ১১০০ হাাজার তার ছিঁড়ে আগুন লাগল গম ক্ষেতে। বৃহস্পতিবার বিধ্বংসী অগ্নিকাণ্ডটি ঘটে হরিরামপুর থানার দৌলতপুরের কোকিলগ্রামে। এদিকে খবর পেয়ে দমকল কর্মীরা আগুন নেভাতে হাত লাগায়।জানা গেছে, হরিরামপুরের কোকিল গ্রাম থেকে দৌলতপুর পেট্রলপাম্প পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে এই আগুন লাগে বৃহস্পতিবার দুপুরে। আগুনে পুড়ে নষ্ট হয়েছে প্রায় কয়েকশো বিঘা গম ক্ষেত। বুনিয়াদপুর ফায়ার ব্রিগেড থেকে ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার সকাল থেকেই হাওয়া বইছে জেলা জুড়ে। প্রত্যেক বছরই হরিরামপুরে গমক্ষেতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আর এইসময় হরিরামপুর বংশীহারী বিস্তীর্ণ অঞ্চলে গমের ক্ষেত পেকে রয়েছে। আগুন লাগতেই তা দাউ দাউ করে জ্বলে ওঠে৷ হঠাৎ আগুন লাগার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হরিরামপুর এলাকার গম চাষিদের। এমত অবস্থায় তারা সরকারি ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন; তা না হলে তাদের ব্যাপক সমস্যায় পড়তে হব হরিরামপুরের বিডিও পূজা দেবনাথ জানিয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ে দেখা হচ্ছে । তা পুরণ করার চেষ্টা করবেন বলে জানানো হয়। এই রকম ঘটনা জেনো পরবর্তীতে না হয় এই নিয়ে সতর্কতা অবলম্বন করা উচিৎ যেহেতু এই সমস্ত গম চাশের উপরে সাধারণ মানুষ অনেক টা নির্ভরশীল।এই ক্ষতিপূরণ না দিলে চাষিরা আর্থিক দিক দিয়ে আরো ক্ষতিগ্রস্থ হবে বলে বুঝতে পারছে গ্রাম বাসী।

মিশন সুন্নাহ কনফারেন্সে চলছে রক্তদান শিবির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here