নিজস্ব সংবাদ দাতা ; টি নিউজ ওয়ার্ল্ড:-রঙের উৎসবের দিন রণক্ষেত্রর রূপ নিল উত্তর প্রদেশের মথুরা। পুলিশ এবং আরএসএস বিজেপি সমর্থকদের মধ্যে বাঁধে খণ্ডযুদ্ধ। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে দেখা যায় যে একটি যুবক পুলিশকে হেলমেট দিয়ে পেটাচ্ছে, পুলিশ সরে যাওয়ার চেষ্টা করলেও তাকে তাড়া করে মারার জন্যে।
আরএসএস এর জেলা প্রচারক মনোজ কুমার শনিবার দুপুরে যমুনা নদীতে স্নান করতে নামে, সেখানে তিনি রেলিং পার করে নদীতে নেমেছিলেন। আর সেই সময় পুলিশকর্মীরা তাকে জলে নামতে মানা করে।
মনোজ কুমারের অভিযোগ পুলিশকর্মীদের সাথে তার বচসা বাঁধে, তারপর পুলিশ তাকে মারতে শুরু করে, পরে এই খবর ছড়িয়ে পড়লে সেখানে বিজেপি এবং আরএসএস কর্মীরা জমায়েত হতে শুরু করে, ধীরে ধীরে পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠে।
বিজেপি এবং আরএসএস কর্মীরা পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে এরপরেই পুলিশের সাথে কর্মীদের খণ্ডযুদ্ধ শুরু হয়।
জেলা ম্যাজিটে, এসএসপি এবং অন্যান্য পুলিশ প্রশাসনিক আধিকারিকরাও সেই ঘটনা স্থলে পৌছয়। গোকুলের বিধায়ক পুরাণ প্রকাশ, সার্কেল অফিসার এবং কুম্ভ ইনচার্জ সেখানে উপস্থিত হয়। অন্যদিকে আরএসএস বিজেপি কর্মীরা পুলিশের বিরুদ্ধে আইনুনাগ ব্যাবস্থা নেওয়ার দাবি তোলে, মনোজ কুমারের একজন সহযোগীকে পুলিশ নিগ্রিহের অভিযোগে তারা পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করে।।
In UP's Mathura, supporters reportedly from BJP and RSS thrashed policemen who allegedly misbehaved with a RSS pracharak in Vrindavan area. pic.twitter.com/g5o0prZ8bZ
— Piyush Rai (@Benarasiyaa) March 27, 2021