১৪ রেলকর্মীর সংক্রমণে ২৫ টি লোকাল ট্রেন বন্ধ”

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা ;টি নিউজ ওয়ার্ল্ড:- শিয়ালদহগামী লোকাল ট্রেনের কামরায় রবীন্দ্রসঙ্গীত থামতেই শুরু হল যান্ত্রিক গলায় ঘোষণা। বক্তব্য, যাত্রীরা যেন বিশেষ প্রয়োজন ছাড়া ট্রেনে যাত্রা না-করেন। নিতান্তই যেতে হলে করোনা-বিধি কঠোর ভাবে অনুসরণ করে তবেই যেন স্টেশন চত্বরে আসেন। ট্রেনেও মাস্ক পরা ও দূরত্ববিধি বজায় রাখা বাধ্যতামূলক। ঘোষণা শেষ হওয়ার পর ফের গান বেজে উঠল কামরায়।

যাত্রীদের মন-মেজাজ ভালো রাখতে এখন লোকাল ট্রেনে উঠলেই প্রতি কামরায় রবীন্দ্রসঙ্গীত এবং নানা যন্ত্রসঙ্গীত শোনানোর ব্যবস্থা করা হয়েছে। সেই মিউজিক সিস্টেমই এখন পাবলিক অ্যাড্রেস সিস্টেম হয়ে শোনাচ্ছে করোনা সংক্রান্ত সচেতনতা। স্টেশন চত্বরেও একই ঘোষণা চলছে নিয়মিত।

করোনার দ্বিতীয় ঢেউয়ে পূর্ব রেলের চারটি ডিভিশনেরই বেশ কয়েকজন মোটরম্যান, গার্ড এবং সামনের সারির কর্মী গত কয়েক দিনে আক্রান্ত। একদিনে শিয়ালদহ ডিভিশনের ১৪ জন গার্ড করোনা-আক্রান্ত হয়ে পড়ায় লোকাল ট্রেন পরিষেবায় প্রভাব পড়েছে। গার্ডের অভাবে শুক্রবার ডিভিশনের বিভিন্ন শাখায় আপ ও ডাউন মিলিয়ে মোট ২৬টি লোকাল ট্রেন বাতিল করতে হয়েছে। পূর্ব রেলের জনসংযোগ বিভাগ জানাচ্ছে, আজ শনিবারও ট্রেনগুলি বাতিল থাকবে।

পূর্ব রেলের হাওড়া, শিয়ালদহ ও আসানসোল ডিভিশনের কর্মীরা জানাচ্ছেন মোটরম্যান, গার্ড ও অন্য সামনের সারির কর্মী মিলিয়ে শুক্রবার বিকাল পর্যন্ত হাওড়া ডিভিশনের ৩৪ জন, শিয়ালদহ ডিভিশনের ৩৬ জন করোনায় আক্রান্ত। আসানসোল ডিভিশনের ৮ পদস্থ আধিকারিক-সহ অন্তত ৩০ জন সংক্রামিত। ইস্টার্ন রেল মেনস ইউনিয়ন জানিয়েছে, যে ভাবে পর পর কর্মীরা আক্রান্ত হচ্ছেন, তাতে পরিষেবা দেওয়াই মুশকিল হয়ে পড়ছে। ফ্রন্টলাইন রেলকর্মীদের টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে মোটরম্যানের সংখ্যা প্রায় ৩৫০, গার্ড রয়েছেন ৪০০-র কাছাকাছি। হাওড়া ডিভিশনে মোটরম্যান ও গার্ড যথাক্রমে ৩০০ ও ৩৫০-এর মতো। শিয়ালদহে কয়েক ঘণ্টার মধ্যে ১৪ জনের সংক্রমণে ডিভিশনের বহু কর্মীই আতঙ্কিত।

পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলছেন, ‘আমরা এই কঠিন অবস্থার মধ্যেও পরিষেবা যথাযথ রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলছেন, ‘প্রতি স্টেশনে ও প্ল্যাটফর্মে যথাযথ করোনা-বিধি মেনে চলার জন্য যাত্রীও রেলকর্মী উভয়ের উদ্দেশেই ঘোষণা চলছে। আমাদের সৌভাগ্য এখনও পর্যন্ত কোনও মোটরম্যান বা গার্ড বা অন্য কোনও কর্মীর আক্রান্ত হওয়ার খবর আসেনি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here