নিজস্ব সংবাদ দাতা ; টি নিউজ ওয়ার্ল্ড:-মুর্শিদাবাদ সামসেরগঞ্জ :-
দিনের পর দিন ভয়ানক গতিতে বেড়েই চলেছে করোনার সংক্রমন। ইতিমধ্যেই সামসেরগঞ্জ ব্লকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজনৈতিক দলের দুই নেতার। এখন এই পরিস্থিতিতে সকলকে করোনা সচেতনতা দিতে এবং মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ব্লক প্রশাসন। শুক্রবার সামসেরগঞ্জ থানার ধূলিয়ানে ফারাক্কার এসডিপিও ওয়াসিম খানের নেতৃত্বে চলে কড়া নজরদারি। পথ চলতি মানুষ থেকে ব্যবসায়ী সকলের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়। পাশাপাশি করোনা সচেতনতার বার্তা দিতে থানার বিভিন্ন প্রান্তে দুটি টুকটুকে করে প্রতিনিয়ত মাইকিং করার ব্যবস্থা নেই সামসেরগঞ্জ থানার পুলিশ। এসময় উপস্থিত ছিলেন ওসি সামিত তালুকদার সহ অন্যান্য আধিকারিকগন।