মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে থাকবে ১৪৪ ধারা! কিন্তু কেন?

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড: মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে থাকবে ১৪৪ ধারা! কিন্তু কেন? আগামী ৭ই মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, চলবে ১৬ই মার্চ অবধি।মাধ্যমিক হল ছাত্রজীবনের প্রথম বড় পরীক্ষা।

সেই জন্য হরিরামপুর ব্লকের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো এবং প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালন করার উদ্দেশ্যে এবং যেন প্রত্যেক ছাত্র-ছাত্রীরা সুষ্ঠুভাবে পরিক্ষা দিতে পারে তারই লক্ষ্যে আজ হরিরামপুর ব্লক অফিসে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিডিও পুজা দেবনাথ, উপস্থিত ছিলেন হরিরামপুর থানার আইসি , ASM WBSEDCL, BMOH Harirampur, SI of Schools এছাড়াও উপস্থিত ছিলেন Venue In Charge অফিসারগন।

পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারী থাকবে। অ্যাম্বুলেন্স ও মেডিক্যাল টীম থাকবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে।

দুধে চিনি মিশিয়ে পান করা কি স্বাস্থ্যকর?

অমুসলিমদের প্রতি মহাসত্যের ডাক