‘নিট’ এ প্রথম হওয়া সোয়েব আফতাবকে জঙ্গি তকমা! দূর্গাপুরের শিক্ষকের বিদ্বেষী মানসিকতার নিন্দার ঝড় নেটদুনিয়ায়

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা, ১৯ শে অক্টোবরঃ ‘নিট’ এ প্রথম হওয়া ওড়িশার সোয়েব আফতাবকে জঙ্গি তকমা দিলেন দূর্গাপুরের শিক্ষক। এমন বিদ্বেষী মানসিকতার নিন্দার ঝড়, ভাইরাল নেটদুনিয়ায়। গত ১৬ই অক্টোবর নিট পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। তাতে ওড়িশার তরুন  ‘সোয়েব আফতাব’ ৭২০-তে ৭২০ পেয়ে দেশের ইতিহাসে পাতায় রেকর্ড গড়েন। দেশের মুখ উজ্জল করেন। তবুও জঙ্গি তকমা থেকে রেহাই পাচ্ছেন না তিনি।

পশ্চিমবঙ্গের দূর্গাপুরের শিক্ষক মানিক চন্দ্র দাস (Manik Chandra Das) সোয়েবকে জঙ্গি তকমা দিয়ে লেখেন ”দেখিস জঙ্গি হয়ে যাস না! তোদের স্বভাব ত”। এরপরেই  শিক্ষকের মন্তব্যের স্নাপচ্যাট ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।  চলতে থাকে তীব্র নিন্দার ঝড়।অনেকেই প্রশ্ন তুলেছেন তার শিক্ষকতার যোগ্যতা নিয়ে। অনেকে আবার এমন কুতসিত মানসিকতার জন্য প্রশ্ন তুলেছেন, একজন মানুষ গড়া কারিগরের এমন খবরে তাঁর খুশি হওয়া উছিত ছি, কিন্তু এমন ধর্ম বিদ্বেষী মানসিকতা হয় তাহলে ক্লাসে পড়ুয়াদের তিনি কি শেখান ? এমন বিকৃত বিদ্বেষী মানষিকতার মানুষ একজন শিক্ষক। এটা ভাবতেই কেমন লাগছে।

Facebook Link (Manik Chandra Das): https://www.facebook.com/profile.php?id=100014692128074

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here