নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড: নিজের স্ত্রীকে হত্যা করলো স্বামী। গতকাল 4 মার্চ 2022 রাত্রি 10 ঘটিকায় উস্থি থানার পিছনে টুম্পা নামক মহিলা কে হত্যা করেন ফরিদ নামক এক ছেলে। সম্পর্কে স্বামি স্ত্রী দুজনে, গত রাত্রিতে নিজের স্ত্রী কে মেরে বাগানে ফেলে দেয়।পুলিশ খবর পাওয়া মাত্রই সেখানে উপস্থিত হন এবং বাগান থেকে লাশটি উদ্ধার করেন। লাশটিকে পোস্টমাডাম এর জন্য পাঠিয়ে দেয়া হয়।
সঠিক খবর না পাওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করেন নি ,এলাকার লোকজনের থেকে জানা যায় যে তার স্বামী সম্পূর্ণ দোষী এবং যখন পোসমাডাম রিপোর্ট আসে তখন তার স্বামীকে পরে গ্রেপ্তার করে ।
পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন TNEWS WORLD সত্য সংবাদ সব সময়।
ইতি- ইমরান মল্লিক