SIO এর শিশু কিশোর উৎসব পালন হলো মুর্শিদাবাদে

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:- কনকনেশীতের আমেজে যখন গোটা রাজ্যে তথা দেশে অতিবাহিত হচ্ছে এবং শিশু-কিশোর ছাত্র-যুবক যখন অপসংস্কৃতি ও জীবন ধ্বংসকারী বিভিন্ন গেমের নেশায় মত্ত ; ঠিক এই সন্ধিক্ষণে শিশু-কিশোরদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে গত 17 জানুয়ারি থেকে 26 শে জানুয়ারি পর্যন্ত সুন্দর ভবিষ্যৎ গঠনে “সুন্দর ভবিষ্যৎ গঠনে ,চলো যাই কিশোর অঙ্গনে”। এই শিরোনামে একটি ক্যাম্পেন পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে SIO লালগোলা ব্লকের অন্তর্গত ঝাওডাঙ্গা ইউনিট এর পক্ষ ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে একটি শিশু কিশোর উৎসব এর আয়োজন করা হয়। ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তী তে কেরাত , তাৎক্ষণিক বক্তব্য, স্মৃতি শক্তি পরিক্ষা, ইসলামী সংগীত, বেলুন ফাটানো ,অঙ্ক দৌড়, বাং লাফ, এবং শেষে কুইজ প্রভৃতি প্রতিযোগিতা সম্পন্ন হয় । প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রায় ৩০০ – র অধিক প্রতিযোগি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকরাম হোসেন (ব্লক সভাপতি), আব্দুল আজিজ (ব্লক সম্পাদক) , মুক্তাদির হোসেন (ইউনিট সভাপতি) প্রমুখ । অনুষ্ঠানে প্রতিযোগিত ও দর্শকদের উপস্থিতি ও উদ্দীপনা ছিল চেখে পড়ার মতো। অন্তিম লগ্নে পুরস্কার বিতরনের মাধ্যমে এদিনের  অনুুষ্ঠান সমাপ্তি ঘোষণা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here