নিজস্ব প্রতিবেদক টি নিউজ ওয়ার্ল্ড
নন্দীগ্রামে আহত মমতা। এসএসকেএমে চিকিৎসাধীন। বাঁ পায়ের গোড়ালি,পায়ের পাতার হাড়ে চিড়। ফোলা কমলে আজ প্লাস্টার করার সম্ভাবনা। ইসিজি রিপোর্ট সন্তোষজনক হলেও, বুকে ব্যথা। আঘাতজনিত কিনা জানতে করা হবে সিটি স্ক্যান। আজ আবার হবে ইসিজি। তিনি জানান আমি একটাও মিটিং নস্ট করবো না; আমি হুয়িল চেয়ারে বসে মিটিং করবো। এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হোন তিনি।