আপনার কি কফি খুব প্রিয় ? এই খবর জানার পর আর কফি খাবেন না।

0
Spread the love

টি নিউজ ওয়ার্ল্ড: আপনার কি কফি খুব প্রিয় ? এই খবর জানার পর আর কফি খাবেন না। পৃথিবীর সব চেয়ে দামী কফি ‘কোপি লুয়াক’ তৈরী হয় “সিভেট” নামের ইন্দোনেশিয়ান একধরণের স্তন্যপায়ী বিড়ালের পায়খানা থেকে।

সিভেট বিড়াল সবচেয়ে সেরা ও সুস্বাদু পাকা কফি ফলগুলো বেছে বেছে খায়।এরপর,সিভেট বিড়ালের পরিপাকতন্ত্র দিয়ে যাওয়ার সময় স্বাভাবিক প্রক্রিয়াতে কফি চেরিগুলো গেঁজে ওঠে বা Fermented হয়,এতেই কফির স্বাদ ও গন্ধ আলাদা হয়ে ওঠে। পরবর্তীতে সেগুলোই সংগ্রহ করে প্রক্রিয়াজাত করে বিক্রি করা হয়।

পদ্ধতি:-
১)সিভেট বিড়ালের পায়খানা করার পর সেটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়।
২) প্রায় ৪৫ মিনিত আগুনে ভেজে নিয়ে কালো রং করা হয়।
৩) তার পর কফি দানা গুলো গুঁড়া করে চালনি দিয়ে চালা হয়।

এ ধরণের কফির ৫০০ গ্রামের দাম হতে পারে ৭০০ ডলার (প্রায় ৬০ হাজার টাকা) পর্যন্ত।

তবে বর্তমানে এই ধরণের কফিকে প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলছে ব্ল্যাক আইভরি কফি। হাতে আলাদা করা কফি চেরি খাওয়ার পর থাইল্যান্ডের হাতিদের বিষ্ঠা থেকে তৈরি হয় এই জাতের কফি।
ব্লেক ডিঙ্কিন নামের একজন কানাডিয়ান আবিষ্কার করেছিলেন এই ব্ল্যাক আইভরি কফি।
যুক্তরাষ্ট্রে ৩৫ গ্রাম পরিমাণ ব্ল্যাক আইভরি কফির মূল্য প্রায় ৮৫ ডলারের কাছাকাছি।

আহলে হাদীসের উপরে জঙ্গী অপবাদ লাগানোর অপপ্রয়াস

ক্রিম হানী ফুল এখনি অর্ডার করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here