নিজস্ব সংবাদদাতা ; টি নিউজ ওয়ার্ল্ডঃ- ডাঃ মিসেস পলি চক্রবর্তীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প আজ ২৭/০৩/২০২১ শনিবার রঘুনাথগঞ্জ থানার জঙ্গীপুর মহম্মদপুর কলেজ মাঠ সংলগ্ন ইডেন অ্যাকাডেমিতে। সেভ হিউম্যানিটি ব্লাড গ্ৰুপের উদ্যোগে এবং ডাঃ মিসেস ব্যানার্জী মহাশয়ার সহযোগীতায় পলি চক্রবর্তী ফ্রী স্বাস্থ্য শিবির মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হলো।
ডাঃ মিসেস পলি চক্রবর্তী ব্যানার্জী মহাশয়া বলেন, জনকল্যাণমূলক কাজ সর্বদাই করে যাবো এবং এর আগেও মেডিক্যাল ক্যাম্প করেছি।
তিনি আরো বলেন, আমি জঙ্গীপুরের মানুষের পাশে আছি এবং থাকবো। তিনি সর্বদাই সেভ হিউম্যানিটি ব্লাড গ্ৰুপের পাশে থাকবেন বলে জানিয়েছেন।
সেভ হিউম্যানিটি ব্লাড গ্ৰুপের ডিরেক্টর মুসলেহুদ্দীন মাযহারী মহাশয় বলেন, আমরা সর্বদাই মানুষের সাথে মানুষের পাশে। এমন মানবিক উদ্যোগ নিতে পেরে খুবই আনন্দিত।
এই সংস্থার সক্রিয় সদস্য রাজেশ শেখ মহাশয় বলেন, আমরা সর্বদাই মানুষের পাশে আছি এবং সারা জীবন পাশে থাকবো। এছাড়াও উপস্থিত ছিলেন সেভ হিউম্যানিটি ব্লাড গ্ৰুপের সক্রিয় সদস্য মহম্মদ হোসেন এবং খোকন সেখ সহ অন্যান্য সদস্য বৃন্দ।
আজকের এই ফ্রী মেডিক্যাল ক্যাম্পে জঙ্গীপুরের বিশিষ্ট সমাজসেবী জনদরদী সাহাদাত হোসেন এবং তাঁর টীম উপস্থিত ছিলেন।
এছাড়াও জি বি এস সেচ্ছাসেবী সংস্থা, রিলেশন ব্লাড গ্ৰুপ, পরিষেবা ফাউন্ডেশন সহ আরো কয়েকটি সংস্থা।
এছাড়াও উপস্থিত ছিলেন, সমাজসেবী জীবন সাহারা পত্রিকার সম্পাদক মাসিদুল সেখ,সফিউল ইসলাম মহাশয়।
এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ নিউজ,খাস খবর বাংলা ১ এর সাংবাদিক তারিকুল সেখ।
এ ছাড়াও সত্য দর্পন পত্রিকার সম্পাদক রাজেশ শেখ এবং সহ সম্পাদক মহম্মদ হোসেন সাহেব।
আজকের এই মেডিক্যাল ক্যাম্পে প্রায় শতাধিক রুগীদের ফ্রী চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।
এই ধরণের মানবিক ও মহৎ উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।