নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:- মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় উওর দিনাজপুর জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোশারফ হুসেনের উদ্যোগে ও উঃ দিনাজপুর জেলা পরিষদের অর্থানুকূল্যে।
ইটাহার ব্লকের কাপাসিয়া, মারনাই,ছয়ঘরা ও জয়হাট গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 26টি মার্কটু টিউবওয়েলর জন্য প্রায় (23,77,402 টাকা) বরাদ্দ করলেন ও 9টি সোলার লাইটের জন্য (3,18,402 টাকা) বরাদ্দ ও শুভ সুচনা করলেন উওর দিনাজপুর জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন মহাশয়।
সাধারণ মানুষের দাবী ছিল দির্ঘদিন ধরে এই পঃ এলাকা গুলিতে জলের জন্য অনেক অসুবিধা হচ্ছিল প্রায় ৪-৫শো মিটার দুর থেকে জল নিয়ে আসতে হচ্ছিল। এবং গ্ৰামে গ্ৰামে অন্ধকারে ভরে যেতো তাই আলোর জন্য আবেদন করেছিলেন ।তা আজ গ্ৰামবাসিদের দাবি পূরণ করলেন উঃ দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন মহাশয়
বিস্তারিত দেখুন 👇 এই নিচের লিংকে ক্লিক করে!