নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড গাজোল: সাত সকালে গাজোলের জোড়গাছিতে বোমা উদ্ধার। চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে সাতসকালে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গাজোলের আলাল অঞ্চলের জোড়গাছি বাসস্ট্যান্ডে। তবে কে বা কারা ওখানে বোমাগুলি রেখে গেছে তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
পাশাপাশি একটি দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকেও কিছু তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে নির্বাচনের ঠিক আগে বোমা উদ্ধারের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় গাজোল থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করে পুলিশ প্রশাসন ও বম্ব স্কোয়াড।
জানা যায় আলালের জোড়গাছি বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা জল্লুর রহমানের ছেলে খালেদুর, সফিকুল, ইসরাইল, ইসমাইলদের বাড়ি। সেখানে তাঁদের দোকানঘর রয়েছে। আর এই দোকানঘর নিয়েই গণ্ডগোলের সূত্রপাত। দোকানের মালিকানা নিয়ে খালেদুর ও সফিকুলের মধ্যে ঝামেলা বাধে। সফিকুল খালেদুরকে প্রাণে মারার হুমকিও দেন বলে অভিযোগ।
বিষয়টি নিয়ে গত শনিবার গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন খালেদুর। মঙ্গলবার পরিবারের সদস্য ও গ্রামবাসীরা মিলে বিষয়টি মিটমাট করার কথা ছিল। তবে তার আগেই এক ভাই ইসরাইলের গাড়ির নীচে একটি, দু’পাশে দুটি এবং একটু দূরে আরও একটি বোমা উদ্ধার হয়। এই ঘটনায় একে অপরের ওপর দোষ চাপালেও কে বা কারা ওখানে বোমাগুলি রেখে গিয়েছে, তা নিয়ে পরিষ্কার করে কোনও বক্তব্য পাওয়া যায়নি। এই গণ্ডগোলের সঙ্গে বোমাকাণ্ডের কোনও যোগ রয়েছে কিনা, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
“জায়গায় জায়গায় শীতলকুচি হবে” হুঁশিয়ারি দীলিপ ঘোষের
কালোজিরা তেলের উপকারিতা