টিনিউজ ওয়ার্ল্ড, নিজস্ব প্রতিনিধি :- আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় ফুটবলের রাজপুত্র নামে খ্যাত আর্জেন্টিনার প্রাক্তন খেলোয়াড় মারাদোনা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। তিনি কিছুদিন থেকে অসুস্থতার কারণে হাসপাতলে ভর্তি হয়েছিলেন।
কিংবদন্তি এই ফুটবল খেলোয়াড় জন্মগ্রহণ করেছিলেন ১৯৬০ সালে। গতকাল ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে। খেলোয়াড় জীবনে বিভিন্ন সময়ে তিনি অনেক খ্যাতি ও পুরস্কার অর্জন করেন। একই সাথে তিনি বেশ কয়েকটি ব্যক্তিগত কেলেঙ্কারিতেও জড়িয়ে পড়েন। হঠাৎ করে তার মৃত্যুতে পুরো ফুটবল বিশ্ব শোকস্তব্ধ।