নিজস্ব সংবাদদাতা ; টি নিউজ ওয়ার্ল্ডঃ- ভারতকে টুইটারের পক্ষ থেকে ১১০ কোটি টাকার সাহায্য। ভারতকে টুইটারের পক্ষ থেকে ১১০ কোটি টাকার সাহায্য,কিন্তু PM কেয়ারে না। কোভিড মোকাবিলার জন্যে ভারতকে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল মাইক্রো ব্লগিং সাইট টুইটার। অনুদানের পরিমান ১ কোটি ৫০ লক্ষ ডলার, যেটার ভারতীয় অর্থমূল্য হবে প্রায় ১১০ কোটি টাকা। তবে এই বিপুল পরিমান অর্থ পি এম কেয়ার ফান্ডে নয়, দেওয়া হয়েছে তিনটি সেচ্ছাসেবী সংস্থাকে, যেগুলির নাম যথাক্রমে কেয়ার, এইড ইন্ডিয়া এবং সেবা ইন্টারন্যাশনাল ইউএসএ – কে। আর এই তথ্যটি সমবার নিজেই টুইট করে জানান টুইটার সিইও জ্যাক প্যাট্রিক ডোরসে।
সোমবার টুইটার সিইও জ্যাক প্যাট্রিক ডোরসে অনুদানের বিষয়কে কেন্দ্র করে টুইট করেন যে, “ভারতের কোভিড সঙ্কট সামাল দিতে কেয়ার, এইড ইন্ডিয়া এবং সেবা ইন্টারন্যাশনাল এউএসএ-র মধ্যে ১ কোটি ৫০ লক্ষ ডলার ভাগ করে দেওয়া হয়েছে।”
টুইটারের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায় যে তারা তিনটি সংস্থা যথাক্রমে কেয়ার-কে ১ কোটি ডলার , এইড-কে ২৫ লক্ষ ডলার এবং সেবা ইন্টারন্যাশনাল-কে ২৫ লক্ষ ডলার দেওয়া হয়েছে।।
তালাক এর নোটিস দিয়ে ৩৫ বিলিয়ন ডলারের মালিক হবেন বিল গেটস এর স্ত্রী
কালোজিরা তেলের উপকারিতা
$15 million split between @CARE, @AIDINDIA, and @sewausa to help address the COVID-19 crisis in India. All tracked here: https://t.co/Db2YJiwcqc 🇮🇳
— jack (@jack) May 10, 2021