নিজস্ব প্রতিনিধি, টি নিউজ ওয়ার্ল্ড: পথে দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের। সমবেদনা জানাতে হাজির মিম নেতারা। চিকিৎসা সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল বাবা ও ছেলের। ঘটনায় গুরুতর আহত আরও ৪ জন। সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ মালদা বাইপাসে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম চাঁচল-২ ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের পরানপুরের বাসিন্দা মহিউদ্দিন(৬৯) ও তাঁর বড় ছেলে নজরুল ইসলাম(৪২)। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মহিউদ্দিনের ছোট ছেলে নাজমুল হক, মেহেদী হাসান ও গাড়ির চালক শামীম আখতার। তাঁরা ধানগাড়া-বিষণপুর অঞ্চলের ধানগাড়া গ্রামের বাসিন্দা। ইংলিশবাজার থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে মালদার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তাদের চিকিৎসা চলছে। প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে যান আলতাফ হোসেন।
মৃত মহিউদ্দিনের স্ত্রী জামিলা বিবি জানান, রাতে কথা হয়েছিল। সব ঠিক ছিল কলকাতার আরএন ঠাকুর হাসপাতালে হার্টসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেরে বাড়ি ফিরছিলেন। তাঁদের ছয় ছেলে মেয়ে। মৃত নজরুলের দুই ছেলে ও এক মেয়ে সকলেই নাবালক। নজরুলের স্ত্রী হাসনেহেনা বানু জানান, আমার স্বামী বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনকারী। এভাবে আমাদের হঠাৎ ছেড়ে চলে যাবে তা কখনও ভাবিনি। শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে ঘটনাস্থলে যান মিম পার্টির উত্তরবঙ্গ জোনের সভাপতি মতিউর রহমান ও মুখপাত্র শাহিদুল ইসলাম সহ স্থানীয় নেতাকর্মীরা।