স্ত্রীকে নিজের বাড়ি নিয়ে আসার পথে দুর্ঘটনায় মৃত্যু হল স্ত্রীর

0
Spread the love

টিনিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতা :- শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে নিজের বাড়ি নিয়ে আসার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো স্ত্রীর । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলাায় ।

মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার থানার বাসিন্দা তৌসিফ সেখ এর বিয়ে হওয়া এক বছর ও সম্পূর্ণ হয়নি খুব সুখেই কাটছিল এই নব দম্পতির জীবন। কিন্তু ঠিক সে সময় স্বামীকে একলা করে না ফেরার দেশে চলে যাবেন স্ত্রী এটা কল্পনাও করেননি স্বামী তৌসিফ সেখ । মঙ্গলবার স্ত্রীকে নিয়ে  বাইকে করে  শুশুর বাড়ি লালগোলা থেকে বাড়ি ফিরছিলেন স্বামী । ঠিক সে সময় রাস্তায় দ্রুতগতিতে একটি ট্রাক সামনে দিক থেকে আসছিল এবং ট্রাক ও বাইকের মুখোমুখি টক্করে মৃত্যু হয় স্ত্রী নাফিসা খাতুনের এবং গুরুতর আহত হন স্বামী তৌসিফ সেখ ।

স্থানীয় মানুষেরা আহত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায় এবং এই ঘটনাটি লালগোলা থানার পুলিশ জানতে পেরে তৎক্ষণাৎ সেখানে গিয়ে পৌছান । সদ্য বিবাহিত দম্পতির মধ্যে হঠাৎ করে এক জনের মৃত্যু ঘটায় ছেলে ও মেয়ে উভয়ের এলাকা জুড়েই শোকের ছায়া নেমেছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here