টি নিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতা :- বিহারে নিজের উপস্থিতি জানিয়ে এবার বাংলার দোরগোড়ায় আসাদুদ্দিন ওয়াইসি। তিনি রীতিমতো তর্জন গর্জন শুরু করে দিয়েছেন। শীঘ্রই বাংলায় আসছি বলে বাংলার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কে কটাক্ষ করেছেন তিনি।
এখানে উল্লেখ্য একদিন আগেই অধীর রঞ্জন চৌধুরী আসাদ উদ্দিন ওয়সির মিম পার্টিকে ভোট কাটোয়া পার্টি বলে কটাক্ষ করেছিলেন। এমনকি তিনি আসাদউদ্দিন ওয়াইসির পার্টিকে বিজেপির বি টিম বলে বর্ণনা করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে আসাদউদ্দিনের এই হুংকার বলে মনে করা হচ্ছে।আসাউদ্দিন ওয়াইসির কাল সাংবাদিক বৈঠকে উল্লেখ করেন,
“আমরা আসছি ২০২১ বিধানসভা ভোটে পশ্চিমবাংলায় আসছি।পশ্চিমবাংলায় প্রত্যেকটা জেলায় আমরা প্রার্থী দেবো।”