এতদিন যাবৎ নিরাপদ থাকা মুর্শিদাবাদের ফরাক্কার মহেশপুর গ্রাম পঞ্চায়েতের শিবতলা গ্রামেও তিনজন করোনা পজেটিভ! পরিযায়ী শ্রমিক ও অন্য রাজ্য থেকে আগতদের সুরাহা করতে গিয়ে কমবেশি প্রায় সব জেলাতেই করোনা ভাইরাসের সংক্রমন নতুন করে ত্রাসের সৃষ্টি করেছে। ফরাক্কারও তার ব্যতিক্রম থাকলো না। ইনজামুল হক, বুলেট আনসারী ও বদরুল হক নামক তিন ব্যক্তি বিগত দেড় সপ্তাহ আগে মুম্বাই থেকে এসেছিলেন এবং এলাকার কিছু স্বেচ্ছাসেবী মানুষ স্বতস্ফুর্তভাবে সাহায্য করার সদিচ্ছা প্রকাশ করে কোয়ারান্টাইনের দাবি জানানোর পরেও প্রশাসন গাফিলতি প্রদর্শন করে তাদেরকে কন্ট্রোল রুমে রাখেনি। যেই সময়ে সব থেকে গুরুত্ব আরোপের প্রয়োজন, সেই সময়েই প্রশাসনিক ব্যার্থতা করোনা মহামারিকে আরো ত্বরান্বিত করতে পারে।তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সাধারন মানুষের ক্ষোভ যে সময় থাকতে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলো না কেন?