দিনপিছু দান ২২ কোটি টাকা ! ২০২০ সালে সমাজসেবী ভারতীয়দের শীর্ষে আজিম প্রেমজি

0
Spread the love

টি নিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতাঃ প্রতিদিন ২২ কোটি টাকা করে দান করেন উইপ্রো (Wipro) সংস্থার প্রতিষ্ঠাতা আজিম প্রেমজি (Azim Premji)। ২০২০ মহানুভবতার পরিচয় দিয়ে ভারতীয় সমাজসেবীর তালিকায় একদম শীর্ষে রয়েছেন তিনি। তাঁর দানের পরিমান দিনপিছু ২২ কোটি টাকা।

এডেলগিভ হিউরান ইন্ডিয়া সংস্থা প্রকাশ করেছে ভারতীয় সমাজসেবীদের এই তালিকা। সেই তালিকা থেকে জানা যাচ্ছে, কোভিড মোকাবিলার জন্য গত ১ এপ্রিল ১,১২৫ কোটি টাকা দানের প্রতিশ্রুতি দিয়েছে আজিম প্রেমজি ফাউন্ডেশন, উইপ্রো এবং উইপ্রো এন্টারপ্রাইজেস।

আজিম প্রেমজির ছেলে রিশদ প্রেমজি একটি টুইটে এই সংবাদ শেয়ার করে লেখেন, ‘‘আমার বাবা সব সময় বিশ্বাস করে এসেছেন তিনি তাঁর সম্পদের তত্ত্বাবধায়ক মাত্র, মালিক নন। যে সমাজে আমদের বাস ও কাজকর্ম, তা উইপ্রোরই একটি মুখ্য অংশ।’’