বেলাগাম করোনা ভাইরাস -শহর ছেড়ে এখন গ্রামে ক্রমবর্ধমান

0
Spread the love

যতদিন যাচ্ছে করোনা ভাইরাস যেন ততো বেশী ভয়ঙ্কর রূপ নিয়ে হাজির হচ্ছে । ইতিমধ্যে আমাদের দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় দেড়    লক্ষ আর রাজ্যগুলোর মধ্যে মহারষ্টের অবস্থা সবচেয়ে শোচনীয়।এই রাজ্যে ভাইরাস আক্রান্তের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে যা দেশের অন্য যে কোনো রাজ্যের তুলনায় অনেক বেশী ।শুধু মাত্র মুম্বই শহরে আক্রান্তের সংখ্যা ত্রিশ হাজারের কাছাকাছি আর এটাই সরকারের কাছে মাথা ব্যথার মূল কারণ। সম্প্রতি ভারত সরকার মুম্বইসহ অন্যান্য মেট্রো শহরগুলোতে আটকে থাকা শ্রমিক মজদুর দের নিজের নিজের গ্রামে ফিরে যাওয়ার জন্য বিশেষ  ট্রেনের ব্যবস্থা করেছে। মুম্বই শহরে দেশের বিভিন্ন প্রান্তেের প্রায় কুড়ি লক্ষ শ্রমজীবী মানুষের বাস যাদের বেশীরভাগই  বিল্ডিং নির্মান, সোনার কাজ ও কাপড় কারখানার কাজে জরিত।এখন এই বিপুল সংখ্যক লোক নিজ নিজ গ্রামে ফিরতে শুরু  করায় রাজ্য সরকার গুলির কপালে চিন্তার ভাঁজ পড়েছে, এমনকি আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও এই দুশ্চিন্তা থেকে মুক্ত নন। মেট্রো শহরগুলো থেকে হাজার হাজার শ্রমিক গ্রামে ঢোকা মানে গ্রামগুলোতে ভাইরাসের প্রকোপ  বেড়ে যওয়ার সম্ভাবনা বেশী। ইতিমধ্যেই রাজ্য সরকারগুলি তা টের পেয়েছে। কিছুদিন আগেও মুর্শিদাবাদ জেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ছিল হাতে গোনা  আজ সেই সংখ্যা দুই অঙ্কের ঘরে গিয়ে পৌচেছে। সরকারি সূত্র মতে আগামী দিনে শহর গুলির তুলনায় গ্রামগুলোতে করোনা ভাইরাসের প্রোকপ বাড়বে।যত বেশী লোক শহর থেকে গ্রামে প্রবেশ করবে ভাইরাস ছড়িয়ে পরার সম্ভাবনা ততোই বাড়বে। তাই আগামী কিছুদিন আমজনতা কে একটু বেশী সতর্ক থাকার আহ্বান জানান হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং সেই সাথে সামাজিক দূরত্ব যাতে সঠিক ভাবে মেনে চলা হয় তার জন্য স্থানীয় প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here