আমেরিকা-তালিবান শান্তি চুক্তির পর এবার নতুন ভাবে তালিবান ও আফগানিস্তান সরকারের মধ্যে একটি সাময়িক যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ।এখানে উল্লেখ্য যে কিছুদিন আগে তালিবান গোষ্ঠী আমেরিকার সঙ্গে যে চুক্তি করেছিল সেখানে আফগানিস্তান সরকার শামিল ছিল না ফলে তালিবান গোষ্ঠী আমেরিকার সঙ্গে যুদ্ধে বিরতি দিলেও আফগানিস্তান সরকারের সামরিক বাহিনীর সাথে তারা বিক্ষিপ্ত সংঘর্ষ চালিয়ে যাচ্ছিল ।তবে আফগানিস্তান সরকারের সঙ্গে এই নতুন যুদ্ধ বিরতি চুক্তির পরে দেশটিতে দীর্ঘ দিন পর শান্তি ফিরে আসবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।আফগানিস্তানের রাষ্ট্রপতি আসরাফ ঘানি তালিবানদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আর আশা ব্যক্ত করেছেন যে এই চুক্তি দেশে দীর্ঘ মেয়াদি শান্তি বয়ে নিয়ে আসবে ।এদিকে তালিবান গোষ্ঠীর মুখপাত্র জানিয়েছে এই যুদ্ধ বিরতি চুক্তি সাময়িক, এটি দীর্ঘ মেয়াদি নয়।এই চুক্তি শুধু মাত্র রমজান মাস ও ঈদ উপলক্ষে স্বল্প মেয়াদি যুদ্ধ বিরতি ঘোষণা ।তালিবান মুখপাত্রের এই ঘোষণার পর আফগানিস্তানে কত দিন শান্তি বজায় থাকবে তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে কারণ বিগত দিনে তালিবানদের সঙ্গে আফগানিস্তান সরকারের বেশ কয়েকবার শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যার কোনোটাই শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখে নি। তাই এই চুক্তি নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে ।