চীনের নামকরা পিকিং বিশ্ববিদ্যালয় চলছে গবেষণা। সেখানে চিকিৎসা বিজ্ঞানীরা এমন এক ঔষধ আবিষ্কার করেছেন যে তা দিয়ে করোনা রুগীদের অনেকেই সুস্থ হচ্ছেন বলে দাবি করা হয়েছে চীনের পক্ষ থেকে। এই ওষুধ প্রতিষেধক ছাড়াই সংক্রামিত রোগীদের সুস্থ হওয়ার গতি বাড়িয়ে দেবে বলে জানানো হয়েছে।এমনকি সীমিত সময়ের জন্য তা মানবদেহে ইমিউনিটি অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা এনে দেবে বলে তারা দাবি করেছেন। বেজিংয়ের অ্যাডভান্সড ইনোভেশন সেন্টার ফর জিনোমিক্স এর প্রধান সানি জি এফ পি জানিয়েছেন পশুদের দেহে এই ঔষধ ব্যবহার করে তারা সাফল্য পেয়েছেন । তার কথায় ” আমরা ইঁদুরের শরীরে এই ওষুধ দেওয়ার পাঁচ দিনের মধ্যে তার জীবাণু 2500 গুণ কমে গেছে অর্থাৎ অ্যাট্রাক্টিভ ভেষজ প্রভাব রয়েছে।”
চীনের এই গবেষক দলটি জানিয়েছে এই বছরের শেষের দিকে ওষুধটি বাজারে আনা সম্ভব হবে।