অতিমারি করনা ভাইরাসের ছেড়ে ক্রিকেট বিশ্ব দীর্ঘদিন থমকে আছে। এই বছর অনুষ্ঠিত হতে চালা টি-টোয়েন্টি বিশ্বকাপও কোরোনা ভাইরাসের জেরে পিছিয়ে দেওয়া হয়েছে যা আগামী বছর ২০২১ এ অনুষ্ঠিত হওয়ার কথা। এমনকি এই বছর আইপিএল বাতিল করা হবে কিনা তা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল তবে ক্রিকেট প্রেমীদের জন্য বিসিসিআইয়ের তরফ থেকে একটা সুখবর দেওয়া হয়েছে । বিসিসিআইয়ের এক কর্মকর্তা, আইপিএল অক্টোবর মাসে হওয়ার সম্ভাবনা আছে বলে মত প্রকাশ করেছেন।
তবে এই বছর আইপিএল অনুষ্ঠিত হলেও তা অন্যান্যবারের মতো জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে না বরঞ্চ এখানে কিছু নিয়ম নীতির বেড়াজাল থাকবে বলে ধরে নেওয়া হচ্ছে। এমনকি এই বছরের আইপিএলের তালিকাও কিছুটা খাটো করা হবে।আরেকটি উল্লেখযোগ্য বিষয় যেটি সামনে আসছে তা হলো বিদেশি খেলোয়াড়দের এবারের টুর্নামেন্টে খেলানো হবে কিনা তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। অনেক ফ্রাঞ্চাইজি বিদেশি খেলোয়াড় নিয়ে আইপিএল শুরু করার প্রস্তাব দিয়েছেন তবে অনেকেই এর বিরোধিতা করেছেন তবে শেষ পর্যন্ত বিদেশি খেলোয়াড়দের নিয়ে আইপিএল শুরু করা যাবে কিনা তা সময়ে বোঝা যাবে।