নিজস্ব সংবাদদাতাঃ দিনাজপুর (বাংলা হিলি) হাকিমপুর এলাকায় গত পরশু ১টি পথ শিশুকে নির্দয়ভাবে জুতার আঘাত করে ভিডিও করে আনন্দ করা ওই নরপশু যুবকটি কে? তাকে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানাচ্ছে এলাকার সচেতন জনতার পক্ষ হতে। এই যুবক এবং কিছু দর্শক মিলে ছোট একটা পথশিশুটিকে জুতোতে থুতু ফেলা করিয়ে চাটা করিয়েছে এবং জুতো দিয়ে শিশুটির কানে আঘাত করেছে। এই পাষন্ড যুবক এবং দর্শকদের কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি জানিয়েছেন সোস্যাল মিডিয়ার অনেকেই। এখন প্রশাসনের সুবিচারের অপেক্ষায় আমজনতা।