ভোটের কার্ডই নাগরিকত্বের প্রমাণ জানাল নির্বাচন কমিশন

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা :-দেশের নাগরিক কারা? দেশের নাগরিকত্বের প্রমাণপত্র কি? কোভিড করোনার যুগে মানুষ যখন এই লাখ টাকার প্রশ্নের উত্তর খুঁজতে উদভ্রান্তের মতো দিগ্বিদিক উত্তর হাতড়ে বেড়াচ্ছে, ঠিক তখন এর সঠিক এবং মজবুত উত্তর পাওয়া গেল নির্বাচন কমিশনের কাছ থেকে।নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে ভোটের কার্ডই হলো নাগরিকত্বের প্রমাণ।ভারতীয় ছাড়া অন্য কাউকে ভোটের কার্ড দেওয়া হয় না। সুতরাং আপনার ভোটের কার্ড আপনার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ।

আসলে দেশে নাগরিকত্ব সংকটের সূচনা হয় এনডিএ পরিচালিত বিজেপি সরকারের দ্বিতীয় পর্বে। বিগত লোকসভা ভোটে বিজেপি পার্টি ব্যাপক সংখ্যায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করে অতি আত্মবিশ্বাসী হয়ে ওঠে। আসামের মডেলে পুরো দেশে বিজেপি সরকার তড়িঘড়ি এনআরসি চালু করতে চাই। এর ফলে দেশে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কে ভারতীয় আর কে ভারতীয় নন তা নিয়েই বিতর্ক শুরু হয়ে যায় পুরো দেশে। নাগরিকত্বের প্রমাণপত্রই বা কি জিনিস তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে এই বিভ্রান্তি-বিতর্ক সারা দেশ জুড়ে ভয়ঙ্কর বিক্ষোভের আকার নেয়। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশে এক্ষুণি এনআরসি চালু হবে না বলে আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here