টি নিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতাঃ প্রয়াত হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। টলিউড জগতে নেমে এসেছে শোকের ছায়া। বাংলার কিংবদন্তির চিরবিদায়ে ব্যথিত অভিনয় জগত সহ সারা বাংলা বাসী।
আজ বেলা ১২ টা ১৫ মিনিটে বাংলা জগতের শেষ উজ্জল নক্ষত্র সৌমিত্র চট্টোপাধ্যায় প্রয়াত। ৮৫ বছর বয়সে তাঁর পরলোক গমন। তিনি রেখে গেলেন স্ত্রী দীপা চট্টোপাধ্যায় ও দুই পুত্র কন্যা সৌগত এবং পৌলমীকে।
করোনা আক্রান্ত হয়ে ৬ অক্টোবর থেকে বেলভিউ নার্সিংহোমে ভর্তি ছিলেন সৌমিত্র। ১৪ অক্টোবর করোনা নেগেটিভ রিপোর্ট আসে তাঁর, শারীরিক অবস্থারও উন্নতি হয়। তবে ২৫ তারিখ হাসপাতাল জানিয়ে দেয়, ভাল নেই সৌমিত্র। জ্ঞান নেই, চেতনাস্তর নীচে নেমে গিয়েছে। এরপর কিডনি খারাপ হতে শুরু করে, ডায়ালিসিস হয়, হয় প্লাজমা থেরাপি। কিন্তু করোনার জেরে কো-মর্বিডিটি তিনি কাটিয়ে উঠতে পারেননি।
গতকাল হাসপাতাল জানিয়ে দেয়, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। এরপর আজ সকালে এল এই দুঃসংবাদ।