নিজস্ব সংবাদদাতা :- বর্তমান সময় কোভিড১৯ এর প্রাদুর্ভাবে সামাজিক অস্থিরতা কে সামাল দিতে পুলিশরা অগ্রণী ভূমিকা ও দায়িত্ব সুন্দরভাবে পালন করছেন। জীবনের ঝুঁকি নিয়ে অনবরত ডিউটি করছেন। ইতিমধ্যে করোনা আক্রান্তে১৮ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে।
পুলিশদের এই বৃহৎ আত্মত্যাগ কর্তব্যনিষ্ঠা দেখে, তাদের ছোটখাট ভুল ত্রুটিগুলো সমালোচনা করতে নিষেধ করা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে । রাজ্যের প্রশাসনিক প্রধান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে সিদ্ধান্ত জানান যে আমরা ১ (পয়লা) সেপ্টেম্বর থেকে “পুলিশ দিবস” পালন করব। পুলিশ ওয়ার্কার বোর্ড গঠনের কথাও তিনি ব্যক্ত করেন। প্রতিটি জেলায় জেলায় পুলিশ ওয়েলফেয়ার বোর্ড গঠনের কথাও তিনি বলেন।এছাড়াও তিনি আরেকটি উল্লেখযোগ্য কথা ঘোষণা করেন পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের এবার থেকে কোমন ক্যাডার ও গ্রেডেশন করা হবে। যাতে করে পদোন্নতির ক্ষেত্রে পুলিশকর্মীদের পাশাপাশি মহিলা পুলিশ কর্মীরাও সমান সুযোগ-সুবিধা পাযন। এছাড়াও তিনি বলেন পুলিশদের মধ্যে করণা সংক্রমণ রুখতে ২০(কুড়িটি) বরাক তৈরি করা হবে স্বাস্থ্যবিধি ও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে।