ধুলিয়ানে গাড়ি দুর্ঘটনা

0
Spread the love

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার তিনপাকুড়িয়া গ্রামে আজ একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় বেশ কয়েক জন গুরুতর আহত হন এবং একই পরিবারের দুই জনের মৃত্যু হয়।

জানা যাচ্ছেে, রাস্তায়  দাঁড়িয়ে থাকা বালির ডাম্পারে পিছন দিক থেকে প্রচন্ড গতিতে  আসা একটা  স্কারপিও গাাড়ী সজোরে ধাক্কা মারে।ঐ গাড়ীতে স্থাানীয়  ডিলারের বড় ছেলে সহিদুল আলম ও তাদের পরিবার উপস্থিত ছিলেন। তারা  কলকাতা থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন এবং প্রায়  বাড়ির কাছাকাছি চলেও এসেছিলেন। কিন্তু বাড়ির কিছু দূরেই আনুমানিক ভোর ৪-৩০ নাগাদ  NH – ৩৪ সড়কের উপরে দাঁড়িয়ে থাকা বালির ডাম্পারে স্ক্ররপিও গাড়িটি সজোরে ধাক্কা মারলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।

স্থানীয়দের সহায়তায় খুব দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ডিলার সহ ১৮ বৎসরের মেয়ে লাবিবা অল্প সময়ের মধ্যেই মারা যান। পরিবারের অন্যান্যরা বহরমপুর মেডিক্যালে মেডিক্যালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছে। আকস্মিক এই ঘটনায় এলাকার সব মানুষ শোকস্তব্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here