এবার সম্পূর্ণ বিনামূল্যে আপনি পেতে চলেছেন রান্নার গ্যাসের সিলিন্ডার।রান্নার গ্যাস ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার একটি নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছেন। যারা মূলত প্রধানমন্ত্রীর উজ্জ্বল যোজনার অন্তর্ভুক্ত তারা সম্পূর্ণ বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার পাবেন এই নতুন প্রকল্পের মাধ্যমে। তবে গ্রাহকরা শুধুমাত্র আগামী এক বছরের জন্য এ সুবিধা পাবেন।
সূত্রের খবর ,আগে কোন গ্রাহক উজ্জ্বল যোজনা এর মাধ্যমে গ্যাস কিনতে গেলে তাকে খরচ করতে হতো ৩২০০ টাকা, এক্ষেত্রে সরকার দিত ১৬০০ টাকা এবং নির্দিষ্ট গ্যাস সংস্থা বা কোম্পানি ১৬০০ টাকা। নতুন প্রকল্পে গ্যাস কেনার সময় নির্দিষ্ট গ্যাস সংস্থা বা কোম্পানিকে এখন আর কোন টাকা খরচ করতে হবে না। এছাড়া ইএমআই এর ক্ষেত্রেও বেশ বড় ধরনের পরিবর্তন করা হয়েছে। প্রথম ৬ টি সিলিন্ডারের ক্ষেত্রে গ্রাহককে কোন ইএমআই দিতে হবে না তবে পরবর্তী সিলিন্ডারের ক্ষেত্রে ইএমআই প্রযোজ্য।