জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন ডাক্তার কাফিল খানের

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা:- জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ধন্যবাদ জানালেন ডঃ কাফিল খান।এখানে উল্লেখ্য চলতি বছরের জানুয়ারি মাসে উত্তরপ্রদেশ সরকারের স্পেশাল টাস্কফোর্স উত্তেজনাপূর্ণ বক্তব্যের অভিযোগে ডাক্তার কাফিল খানকে গ্রেপ্তার করে। তার গ্রেপ্তারের পর দেশজুড়ে সাধারণ মানুষ তার মুক্তির দাবিতে সোচ্চার হয়। এমনকি দেশ ছাড়িয়ে ইউরোপের মাটিতেও ডঃ কাফিল খান এর মুক্তির দাবিতে জনসভা হয়। পরবর্তীতে জাতিসংঘের মানবাধিকার কমিশন ভারত সরকারের কাছে ডঃ কাফিল খানের মুক্তির দাবি নিয়ে একটি চিঠি লেখেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে কাফিল খান জাতিসংঘকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বলে মনে করা হচ্ছে।

এদিকে দেশজোড়া প্রতিবাদ-প্রতিরোধের পর ডাক্তার খান জামিনে মুক্তি পেলেও,উত্তরপ্রদেশ সরকার আবার যে কোনো অজুহাতে তাকে গ্রেফতার করতে পারেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। এক আলোচনায় ডাক্তার কাফিল খান সাংবাদিকদের জানান, পুলিশ হেফাজতে থাকাকালীন তাকে ব্যাপকভাবে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। দিনের পর দিন তাকে অভুক্ত অবস্থায় রাখা হয়েছে। দীর্ঘ সাত মাস তার সাথে পশুর চেয়েও খারাপ ব্যবহার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে এতকিছুর পরও তিনি জানান ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি তার অটুট আস্থা রয়েছে। তিনি খুবই স্পষ্ট হবে জানান নিরপেক্ষ বিচার ব্যবস্থা আমাদের দেশের মূল চালিকাশক্তি। একই সাথে তিনি তার মুক্তির দাবিতে যারা প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন সেইসব সাধারণ মানুষদেরও তিনি ধন্যবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here