নীট পরীক্ষায় উত্তীর্ণ রুনা খাতুনকে সংবর্ধনা বিধায়কের

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:- আজ 21.10.2020 অর্থাৎ বুধবার সাগরদিঘীর বাড়ালা অঞ্চলের বিনোদবাটি গ্রামের রুনা খাতুন
মেডিক্যাল নীট পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে।
তাকে সংবর্ধনা এবং আর্থিক সহযোগীতা করলেন বিধায়ক শ্রী সুব্রতসাহা মহাশয়।
শুধু তাই নয় সর্বতভাবে রুনা খাতুনের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন বিধায়ক। বিধায়কের হাতে সংবর্ধনা পেয়ে রুনা খাতুন এবং তার পরিবার ভীষনভাবে আপ্লুত।
সাথে সাথে গ্রামবাসীরাও বিধায়কের ব্যবহারে মুগ্ধ।
উপস্থিত ছিলেন জেলার নারী ও শিশু কর্মাধ্যাক্ষা ভারতি হাঁসদা মহাশয়া। বিশিষ্ট সমাজসেবী ও অধ্যাপক শ্রী সপ্তঋষী সাহা মহাশয় সহ অনেক বিশিষ্ট ব্যাক্তিগন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here