নতুন নজির; রক্তদানে দমকল কর্মী

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা; টি নিউজ ওয়ার্ল্ডঃ  উত্তর দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত রায়গঞ্জ থানার পাশে রায়গঞ্জ ফায়ার স্টেশন এর এক অবসর প্রাপ্ত দমকল কর্মী মলয় কুমার ঘোষ দীর্ঘ ৩৯ বছর ফায়ার স্টেশনের কর্মজিবনে অবসরের দিন টুকু জাতির সামনে সৃতি হিসাবে রেখে যাওয়ারনজির গড়লেন উক্ত সন্মানিত মলয় কুমার ঘোষ ২৫ জন রক্তদান করেবেন বলে আসা বাদি কর্মির অবসর প্রাপ্তের দিনে এবং সমাজকে বুঝিয়ে দিলেন রক্ত দানের গুরুত্ব, মলয় কুমার দাস শুধু আজ অবসরের দিনে নয় বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কাজে যোগদান করেছেন ও সেচ্ছাসেবীর সংস্থার সাথে বিভিন্ন ভূমিকা করেছেন । সাধারনত আমরা বিদায়ের দিনে দেখে থাকি ফুল দিয়ে শুধু না স্টেজ করে সংবরধনা দিয়ে থাকেন আপাত দৃষ্টিতে সেরকম ভাবে একদিন সন্মান দেখিয়ে বাকি অন্যন্য সময় সন্মানের জন্য মনে রাখতে পারলাম না এতে তেমন লাভ নেই যখন সন্মানিত মলয় কুমার ঘোষ মরনের পরেও কিন্তু মানুষ উনাকে স্বরনে রাখবে যে এমন একজন কর্মী রায়গঞ্জ দমকল ষ্টেশনে এসছিলো যিনি বিদায়ের দিনে নিজেকে সংবর্ধনা সামাজিক ভাবে না নিয়ে উনার স্ব শরিরের রক্ত হিন্দু,মুসলিম জৈন,খৃস্টান, আরো অন্যনা ধর্মের মানুষের জন্য রেখে গেলেন মুল কথা আমরা মানুষ মানুষের জন্য রেখে গেলেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here