নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:- আবারও নোটবন্দী, বাতিল হতে চলেছে ২০০০ টাকার নোট। ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যাংকে জমা দিতে হবে নির্দেশ ভারতীয় রিজার্ভ ব্যাংকের।
কেন্দ্র সরকারের দাবি গত দুই বছরে প্রচুর পরিমাণে ২০০০ টাকার জাল নোট বেরিয়েছে।
কেন্দ্র সরকার এটাও দাবি করেছেন যে,এটা জণগনের সুবিধার জন্য করা হচ্ছে। কারণ দু হাজার টাকার নোট বাজার হাটে ভাঙাতে খুব সমস্যায় ভোগেন।
তাই কেন্দ্র সরকার মানুষের সমস্যার দিকে লক্ষ্য রেখে আবারও দু হাজার টাকার নোট বাতিল করতে চলেছে।
এজন্যই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নির্দেশ দিয়েছে, ব্যাংক গুলো যেন আর দু হাজার টাকার নোট না ছাড়ে এবং এটি এমেও না দেয়।
৩১ ডিসেম্বরের আগে আগেই সমস্ত ২০০০ টাকার নোট জমা নিয়ে নিতে হবে।