মোরগ্ৰাম লোহাপুরের মাঝে রাস্তার বেহাল দশা।বাস উল্টে আহত হয়েছেন অনেক যাত্রী।

0
Spread the love

একে তো ১৪ নম্বর জাতীয় সড়কের অবস্থা বেহাল দশা। তার উপর আবার কে আগে গিয়ে পরের টিপ ধরতে পারে তাই নিয়ে রেসাসেরিতে রাস্তার গর্তে পড়ে পাল্টি খেল যাত্রাবাহী বাস। ঘটনাটি ঘটেছে ১৪ নং জাতীয় সড়কের মোরগ্রাম ও কাটাগড়িয়া মোড়ের মাঝে।ঘটনায় জখম হয়েছেন ২৫ জন। তারমধ্যে গুরুতর আহত হন দশ জন। যার মধ্যে একটি বাচ্চা মেয়েও আছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। এদের সকলকেই রামপুরহাট মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। বাকিদের লোহাপুর প্রাথমিক সাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। অনেক দিন ধরে সংবাদ মাধ্যমে এই রাস্তার বেহাল দশার কথা বারবার বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে তথাপিও ওভারলোড মালবাহী গাড়ি দিবারাত্রি চলাচল করছে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ওই রাস্তার কারণে বাইরে যেতে পারেন না। বীরভূম জেলার নলহাটিতে কয়েকটি পাথর খনি সহ ক্যাসার রয়েছে তথাপিও রাস্তার দিকে কেউ দৃষ্টিপাত করেন না! এখান থেকে এত টাকা উপার্জন হয় কিন্তু রাস্তার দিকে কোন ভ্রুক্ষেপ নেই কেন? নিত্য যাত্রী থেকে শুরু করে রোগীদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়েছে। কিভাবে মানুষ হসপিটালে যাতায়াত করবেন? কিভাবে বাজারে যাবেন?ওই সমস্ত এলাকার লোকজনের অসুবিধা দূরীকরণ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here