অধীর রঞ্জন চৌধুরী বিষ্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:-  অধীর রঞ্জন চৌধুরী বিষ্ফোরক অভিযোগ করলেন বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তিনি বলেছেন, খবরের কাগজে প্রথম পাতায় ‘দিদি’ সুবিধে করে দিতে চলেছেন সূরা প্রেমিকদের। পাউচ্ ভর্তি মদ পাওয়া যাবে, সস্তা ও পুষ্টিকর মদ, দামে সস্তা, খেতে খাস্তা।
চোলাই বিক্রি করে যাদের চলে সেখানেও ‘দিদি’র থাবা, সস্তার চোলাই যারা খাবে, সেখানে ‘দিদি’র হানা। কারণ ‘দিদি’র রোজগার চাই, রাজস্ব চাই, মদ বিক্রির ওপর সরকারের একচেটিয়া অধিকার চাই, কোনো ভাগ কেউ পাবে না, বাংলার যুবকদের জন্য ঢালাও মদ আছে, প্রতিদিন লটারি নামক জুয়া আছে।
কিন্তু শিল্প নেই, কারখানা নেই, চাকরি নেই, স্বাস্থ্য পরিষেবা নেই, শিক্ষার পরিকাঠামো নেই, খুন আছে, ধর্ষণ আছে, কাটমানি খাওয়ার ব্যবস্থা আছে, রাজ্য জুড়ে দুর্নীতি আছে , আর আমাদের বাংলা ক্রমশ অথৈ জলে তলিয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here