দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পে বাধা বিজেপির : চরম অভিযোগ মলয়ের

0
Spread the love

টি নিউজ ওয়ার্ল্ড নিজস্ব সংবাদদাতা:-  দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সরকারি সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ। মাত্র ৪ দিনে ১৬ লক্ষ ৫২ হাজার মানুষ বিভিন্ন শিবিরে গিয়ে নাম নথিভুক্ত করেছেন।

শনিবার তৃণমূল ভবনে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক সাংবাদিক বৈঠকে বলেন, ‘‌বিজেপির দালাল ও বিজেপি অনেক জায়গায় বাধা দিচ্ছে এই শিবির গুলোতে। প্রতিরোধও হচ্ছে। বিজেপির দলের কিছু নেতা দুয়ারে সরকার প্রকল্প নিয়ে সমালোচনা করছে। যাতে এই প্রকল্প সফল না হয়,সে জন্যে উস্কানিমূলক কমেন্ট করছে।’‌মলয়বাবু বলেন, ‘‌কোনও জায়গায় গোলমাল হয়নি। যেখানে বিরোধীরা বাধা দিচ্ছে, সেখানেই গোলমাল হচ্ছে। তৃণমূলের কর্মীরা গোলমালে যুক্ত নয়।’‌ তিনি জানান, দু’‌মাস ধরে ‌কর্মসূচি চলবে।

৪ দফায় শিবির বসবে। ১ ডিসেম্বর থেকে চালু হয়েছে, চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে ১৫ থেকে ২৪ ডিসেম্বর, তৃতীয় পর্যায়ে ২ থেকে ১২ জানুয়ারি, চতুর্থ পর্যায়ে ১৮ থেকে ৩০ জানুয়ারি।‌ রাজ্যের সব পুরসভা ও পঞ্চায়েতে শিবির করা হবে বলে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here