এবারে মাদ্রাসার এক শিক্ষককে জঙ্গি তকমা লাগিয়ে গ্রেফতার করল এন আই এ

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:-
এবারে মাদ্রাসার এক শিক্ষককে জঙ্গি তকমা লাগিয়ে গ্রেফতার করল এন আই এ

একেরপর এক মুসলিম যুবকদের গ্ৰেফতার করে চলেছে এন আই এ।
কিছুদিন পূর্বে বেশ কয়েকজনকে ডোমকল থেকে গ্রেফতার করে এন আই এ।
যদিও সেই সমস্ত যুবক একেবারেই সাধাসিধে সাধারণ ছেলে।
আবারও গতকাল আব্দুল মোমিন নামক এক মাদ্রাসার মাওলানাকে গ্রেফতার করলো এন আই এ। তাঁর বয়স ৩৪ বছর।
কিছুদিন পূর্বে সেই মাওলানাকে ডেকে পাঠায় তারপর তাকে শুধু শুধু বেদম পেটায়। সেদিন জিজ্ঞাসাবাদ করে তাঁকে ছেড়ে দেয়। সেদিন তিনি লুঙ্গি আর পাঞ্জাবী পরিধান করে গিয়েছিলেন।এন আই এ বা বি এস এফরা বলে এর পরের দিন প্যান্ট শার্ট পরিধান করে আসবে।
তিনি সেভাবেই তাদের কথা অনুযায়ী যান। কিন্তু দুঃখজনক হলেও সত্য তাকে এন আই এ বাড়ি না ফিরিয়ে সঙ্গে করে নিয়ে যায়।
তিনি একজন সাধারণ মানুষ, তিনি জঙ্গি সংগঠন সম্পর্কে কিছুই জানেন না। তাঁর একটি ৭ বছরের ছেলে এবং ৫ বছরের মেয়ে আছে।
তিনি মাত্র ৫০০০ হাজার টাকার বেতন পেতেন মাদ্রাসায় শিক্ষকতা করে।তাতেই তাঁর সংসার খুব কষ্টে চলতো।
এখন পরিবারের লোকেরা চিন্তাগ্রস্ত এবং কান্নায় ভেঙ্গে পড়েছেন।
তাঁর বউ খুবই চিন্তিত, ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে তিনি কি করবেন, কোথায় যাবেন,কে সংসার চালাবে!
তিনি বলেছেন, আমার স্বামী সমাজ কল্যাণ মূলক কাজ করতো। কোনদিন কোন মানুষের ক্ষতি পর্যন্ত করেননি।
এলাকাবাসী বলেছেন,এন আই এ এভাবে একেরপর এক মুসলিম যুবকদের গ্ৰেফতার করে মুসলিম সমাজে অশান্তি ও ত্রাসের সৃষ্টি করছেন।
আর এর আগেও অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে সমস্ত মুসলিম যুবকদের গ্ৰেফতার করেছেন এন আই এ বেশির ভাগই নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে ছাড়া পেয়েছেন।
এন আই এ এর তদন্তের প্রতি সন্দিহান পোষণ করছেন অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here