আগামীকাল বাম ও কংগ্রেসের ডাকে সাধারণ ধর্মঘট

0
Spread the love

টিনিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতা :- বাম ও কংগ্রেসের মিলিত জোট আগামীকাল আন্দোলনের ডাক দিয়েছে। সর্বভারতীয় বাম ও কংগ্রেস রাজনৈতিক নেতৃবৃন্দ সাত দফা দাবি নিয়ে তাদের এই ধর্মঘটের আহ্বান করেছেন।

নতুন জাতীয় শিক্ষা নীতি প্রবর্তন তার কিছু পরিবর্তন পরিমার্জনের জন্য এ আন্দোলনের কর্মসূচি, এছাড়াও শিক্ষিত বেকার সম্প্রদায়ের দীর্ঘদিন ধরে চাকরি না পাওয়ার যন্ত্রনা ও সাধারণ মানুষের হয়রানি , জিনিসপত্রের উচ্চ মূল্যবৃদ্ধি, ইত্যাদি বিষয় উল্লেখ করে এই ধর্ম সাধারণ ধর্ম ঘট আন্দোলনের কর্মসূচি ।

আগামী বিধানসভা নির্বাচন তার আগে বাম কংগ্রেসের এই মিলিত জোট, বর্তমান ক্ষমতাসীন বিজিবপি সরকার কে কতটা কোণঠাসা করতে পারে সেদিকেও নজর থাকবে রাজনৈতিক বিশেষজ্ঞ তথা ভারতবর্ষের নাগরিক সমাজের। অন্যদিকে বিজেপি সরকার ভারতবর্ষের সর্বময় কর্তৃত্ব অধিকারীতারা,এই জোটকে কিভাবে দেখতে ধর্মঘটে কিভাবে দেখছে সেটাও জানার বিষয় অনেকের কাছে এমনই তথ্য জানা যাচ্ছে, এছাড়া আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে সাধারণ ধর্মঘট কীভাবে সংঘটিত হয় সেদিকেও নজর  থাকবে দেশের সাধারণ মানুষের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here