নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:- পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় দেখা করলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে।
তাঁর শারীরিক অবস্থা খুবই শোচনীয়।
তাঁর অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
তিনি বর্তমানে বাড়িতেই অবস্থান করছেন।
তাঁর শরীরের অবস্থা এতটাই স্থিতিশীল রয়েছে যে, তিনি উঠে বসতেও পারেন না।
রাজ্যপাল তাঁর পাশে বসে ছিলেন তথাপিও তিনি বিছানায় শায়িত অবস্থায় ছিলেন।
প্রীতম নামক এক যুবক তাঁর জন্য দুঃখ প্রকাশ করে লিখেছেন,
ছবিটা দেখে চমকে গিয়েছিলাম। ছবিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা দেখে কষ্ট পাবার পাশাপাশি, ওনার জীবনযাপনের চিত্রের আভাস পেয়ে অবাক হয়েছি। ছোট্ট একটা খাট, সিমেন্টের মেঝে, পুরানো মডেলের একটা টিভি, চারিদিকে বইয়ের পাহাড়, কোনায় মাদুর উঁকি দিচ্ছে – এরই মাঝে ক্লান্ত হয়ে শুয়ে আছেন বুদ্ধদেব বাবু। প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েও এত সাধারণ জীবন যাপন – সত্যি ভাবনাতীত।
তিনি পরিশেষে তাঁর শারীরিক সুস্থতা কামনা করেছেন।