আসামে সরকারি মাদ্রাসা বন্ধের প্রতিবাদে এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত্ তামীরের সাংবাদিক সম্মেল

0
Spread the love

টিনিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতা :- আসামের সরকারি মাদ্রাসা বন্ধের বিজেপি সরকারের ঘোষণায় নিন্দায় সরব হয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গুলি ।সরকারি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানালো উত্তর পূর্ব ভারত এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত্ তামীর।

সোমবার হোটেল ইলোরা শিলচরে এক সাংবাদিক সম্মেলন আহ্বান করে আসামের শিক্ষা মন্ত্রীর অসংলগ্ন মন্তব্যকে খণ্ডণ করেন নদওয়ার পদাধিকারীরা। প্রথমে মাদ্রাসার Directoriate বন্ধ করে পরবর্তীতে মাদ্রাসা বন্ধের ঘোষণা দিয়ে লক্ষাধিক মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেয়া হচ্ছে যা এক গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য নয়।

এহেন পরিস্থিতিতে এমারতে শরয়ীয়ার সরকারের কাছে দাবি করে বলেন অবিলম্বে
মাদ্রাসা Directoriate পুনঃ প্রতিষ্ঠা করতে হবে ।
মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করে মাদ্রাসা সমূহকে যথারীতি চালু রাখতে হবে। অন্যথায় এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত্ তামীর আইনি ব্যবস্থা সহ সব ধরনের গণতান্ত্রিক পন্থা অবলম্বন করবে।
সংগঠনের তরফ থেকে জানানো হয় প্রথম ধাপে আগামী ০৪ নভেম্বর বুধবার বেলা ১২-০০ ঘটিকায় প্রত্যেক জেলা নদওয়ার পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলাধিপতির মাধ্যমে আসামের মূখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here