নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:- গত ইং ২রা সেপ্টেম্বর দুপুরে মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত নওদা থানার একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর দানিমুল খান ডিউটিরত অবস্থায় থানা এলাকার রাস্তার পাশ থেকে একটি ব্যাগ উদ্ধার করেন এবং ব্যাগের মধ্যে অনেক টাকা ও কাগজ পত্র দেখতে পেয়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সাথে যোগাযোগ করেন। তখন ভারপ্রাপ্ত আধিকারিক ব্যাগের মধ্যে থাকা কাগজ পত্র থেকে জানতে পারেন যে ব্যাগটি নদীয়া জেলার থানার পাড়া থানার ফাজিল নগর গ্রামের জামিরুল সরকারের এবং তার সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগ করে জানতে পারেন যে, আজ দুপুরে নওদা এস বি আই ব্যাঙ্ক থেকে ষাট হাজার টাকা তুলে বাইক এ করে বাড়ী ফেরার সময়, টাকা ও দরকারী কাগজ পত্র সহ ব্যাগটি তিনি হারিয়ে ফেলেন। জামিরুল সরকার নওদা থানায় এসে পৌঁছালে যথাযথ সত্যানুসন্ধানের পর তার ষাট হাজার টাকা এবং সব কাগজ পত্র সহ ব্যাগ তার কাছে ফিরিয়ে দেওয়া হয়। হারিয়ে যাওয়া সামগ্রী পুনরায় ফিরে পেয়ে তিনি ভীষণ খুশি হন এবং পুলিশ প্রশাসন কে ধন্যবাদ জানান পাশাপাশি বহু মানুষ পুলিশের এই মহানুভবতার ভূয়সী প্রশংসা করেছেন।