নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:- মল্লারপুরে শুভ মেহেনার মা বাবা এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস বিধায়ক।
আজ বীরভূম জেলার ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রের মল্লারপুরে পুলিশ লকাপে অস্বাভাবিক ভাবে মৃত বালক।
শুভ মেহেনার মা বাবা এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের হাতে শুভ মেহেনার বাঁধানো ছবি, ফল, মিষ্টি, সন্দেশ ও ফুল তুলে দিলেন।
পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি জানালেন এবং শুভ মেহেনার পরিবার যাতে নায্য বিচার পায় তার CBI তদন্তের দাবী জানালেন বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি মিলটন রসিদ সঙ্গে ছিলেন ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা, অপর কার্যকরী সভাপতি মৃনালকান্তি বোস, জেলা কংগ্রেস হিউম্যান রাইটস সেলের চেয়ারম্যান রথীন সেন, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মরিয়ম খাতুন, জেলা যুব কংগ্রেস সভাপতি অর্ঘ্য দাস ও অনান্য নেতৃত্ব। তারপর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরী র পাঠানো শোক বার্তা শুভ মেহেনার পরিবারের লোকজন কে পড়ে শোনানো হয়। শুভ মেহেনার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন জেলা কংগ্রেস সভাপতি মিলটন রসিদ, জেলা কংগ্রেস কার্যকরী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা ও অনান্য নেতৃবৃন্দ। এবং মল্লারপুর ষ্টেশন মোড় থেকে মুখে কালো ব্যাচ পরে বাহিনা মোড় পর্যন্ত ঐ প্রতিনিধি দলটি একটি পদযাত্রা করেন। এবং বাহিনা মোড়ে শুভ মেহেনা র আত্মার শান্তি কামনা করে ২ মিনিট নীরাবতা পালন করা হয়। এবং রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়। শুভ মেহেনার পরিবার কে দশ লক্ষ টাকা করে মোট কুড়ি লক্ষ টাকা দেওয়ার দাবী জানানো হয়।